ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিনেটেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
সিনেটেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট পরিষদ নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিপাবলিকান ও ডেমোক্রাট শিবিরের মধ্যে।

ঢাকা: যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট পরিষদ নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিপাবলিকান ও ডেমোক্রাট শিবিরের মধ্যে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ( নভেম্বর ০৮) প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ ৩৪টি সিনেট আসনের নির্বাচন।

মঙ্গলবারের নির্বাচনের আগে সিনেটের মোট একশ‘টি আসনের মধ্যে ৫৪টি ছিলো রিপাবলিকানদের আর ৪৪টি ছিলো ডেমোক্রাটদের দখলে। তবে দুই স্বতন্ত্র সিনেট সদস্যের সমর্থনের কারণে ডেমোক্রাটদের ককাসে ছিলো ৪৬টি ভোট।

এদিকে যে ৩৪টি আসনে মঙ্গলবার ভোট হয়েছে তার মধ্যে ২৪টি আগে থেকেই  রিপাবলিকান এবং ১০টি ডেমোক্রাটদের দখলে ছিলো।

এই ৩৪টি আসনের মধ্যে ইতোমধ্যেই ২৭টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছে রিপাবলিকানরা। আর ৯টিতে ডেমোক্রাটরা। ফলাফল ঘোষণা বাকি আছে আরও ৭টি আসনের। সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন।

সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রাটদের ঝুলিতে আছে ৪৫টি ও রিপাবলিকানদের মোট আসন ৪৮টি। এখনও বাকি থাকা ৭ আসনের ফলাফল ঘোষণার পরই বোঝা যাবে কে নিয়ন্ত্রণ করবে সিনেট।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬/আপডেট ১১১৫ ঘণ্টা
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।