ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট ট্রাম্পকে পুতিনের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
প্রেসিডেন্ট ট্রাম্পকে পুতিনের অভিনন্দন

যুক্তরাষ্ট্রে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টুইট বার্তায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে এ শুভেচ্ছা জানান পুতিন।

ঢাকা: যুক্তরাষ্ট্রে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টুইট বার্তায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে এ শুভেচ্ছা জানান পুতিন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে শেষ খবর পর্যন্ত ২৮৮ ভোট ঝুলিতে ভরেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হতে তার প্রয়োজন ছিল ২৭০ ইলেক্টোরাল ভোট।  

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।