ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের বিজয়ে বিশ্ব শেয়ার বাজারে মন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ট্রাম্পের বিজয়ে বিশ্ব শেয়ার বাজারে মন্দা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার খবরেই মার্কিন শেয়ার বাজ‍ারসহ বিশ্ব শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল।

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার খবরেই মার্কিন শেয়ার বাজ‍ারসহ বিশ্ব শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল।

ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার খবরে এসব পুঁজিবাজারে অনেকটা ধস নামে।

সেইসঙ্গে ব্যাপক দরপতন হয়েছে ডলারের।

নির্বাচনের একদিন আগে বিভিন্ন জরিপে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে থাকায় বিশ্ব শেয়ার বাজারে চাঙ্গা ভাব ছিল। কিন্তু পরবর্তী প্রেসিডেন্টে হিসেবে ট্রাম্পের সম্ভাবনা বাড়ার পাশাপাশি নিম্নমুখী হতে শুরু করে ‍মার্কিন শেয়ার বাজার। সেইসঙ্গে ইউরোপ-এশিয়ার শেয়ার বাজারেও সে ধাক্কা এসে লাগে।

ট্রাম্পের এই বিজয়ের প্রভাব ফ্রান্স ও জার্মানির শেয়ার বাজারে সূচক নেমে গেছে ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত।

কিছু বিশ্লেষক ট্রাম্পের বিজয়ে শেয়ার বাজারের এমন দশার সঙ্গে ব্রেক্সিটের পর শেয়ার বাজারের অবস্থার যোগসূত্র পেয়েছেন।

এছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জাপান, ফিলিপাইন, হংকং, দক্ষিণ কোরিয়া, চীন ও অস্ট্রেলিয়ায়সহ এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও মন্দা ভাব লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।