ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন ট্রাম্প সরকারে যারা থাকছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
নতুন ট্রাম্প সরকারে যারা থাকছেন

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকারের মন্ত্রিসভা ও  হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদের জন্য পছন্দের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

ঢাকা: যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকারের মন্ত্রিসভা ও  হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদের জন্য পছন্দের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দলের কয়েকজন উপদেষ্টার বরাত দিয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠজনেরা নিয়োগ পাচ্ছেন। এরমধ্যে অ্যলাবামার সিনেটর জেফ সেশনস, ট্রাম্পের ন্যাশনাল ফাইন্যান্স চেয়ারম্যান স্টিভেন নুচিন, নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ ডব্লিউ জুলিয়ানি, নিউ জার্সির গর্ভনর ক্রিস ক্রিস্টি, সাবেক স্পিকার নিউ গিংরিচসহ অন্যরা রয়েছেন।

এছাড়া চিফ অব স্টাফ হিসেবে জুলিয়ানি, ক্রিস্টি, গিংরিচ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান রাইন্স প্রিবাসে আলোচনায় রয়েছেন।

এদিকে, ট্রাম্পের নতুন সরকারে কমপক্ষে চার হাজার শূন্যপদ রয়েছে। এসব পদে নিয়োগের জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তাদেরকেই নিয়োগের চিন্তা-ভাবনা চলছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।