ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্টারপোল’র প্রেসিডেন্ট হলেন চীনের মেং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ইন্টারপোল’র প্রেসিডেন্ট হলেন চীনের মেং ছবি: সংগৃহীত

আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল’র (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মেং হোওয়েই নামে একজন চীনা নাগরিক।

ঢাকা: আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল’র (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মেং হোওয়েই নামে একজন চীনা নাগরিক।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ইন্টারপোলের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মেং হোওয়েই চীনের জননিরাপত্তা বিভাগের ভাইস মিনিস্টার হিসাবে রয়েছেন। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত কাজে তার রয়েছে ৩০ বছরের অভিজ্ঞতা।  

২০২০ সাল পর্যন্ত তিনি ইন্টারপোলে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশসহ ইন্টারপোলের বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৮৮টি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।