ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ওবামার সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
হোয়াইট হাউসে ওবামার সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ

হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতকে নিজের জন্য ‘মহান সম্মান’ হিসেবে দেখছেন সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজস্ব জেট এ করে সস্ত্রীক রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে নামেন ট্রাম্প। সেখান থেকে তিনি হোয়াইট হাউসে পৌছেন।  

ঢাকা: হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতকে নিজের জন্য ‘মহান সম্মান’ হিসেবে দেখছেন সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজস্ব জেট এ করে সস্ত্রীক রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে নামেন ট্রাম্প।

সেখান থেকে তিনি হোয়াইট হাউসে পৌছেন।  

এ সময় বিদায়ী ও নতুন প্রেসিডেন্টের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে নানা বিষয়ে ঘণ্টাব্যাপী আলোচনা হয়।

ওবামা জানান, তারা দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নানা বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র এখন যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলোর প্রতি ট্রাম্পের আগ্রহ দেখে তিনি খুশি।

অপরদিকে, ভবিষ্যতে ওবামার সঙ্গে কাজ কর‍ার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমরা বিভিন্ন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছি।

এ সময় ট্রাম্পের স্ত্রী মেলানিয়া বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে বৈঠক করেন।
গত মঙ্গলবার (৮ নভেম্বর) সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প।
তবে দেশটির আইন অনুযায়ী ২০১৭ সালের ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জয়ী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হবে।
তিনি ওই মাসের ২০ তারিখে দেশটির প্রেসিডেন্ট পদের পাশাপাশি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করবেন। সেদিনই বিকেলে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।