ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পেনসিলভানিয়ায় মানসিক হাসপাতালে যুবকের ছুরিকাঘাতে আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
পেনসিলভানিয়ায় মানসিক হাসপাতালে যুবকের ছুরিকাঘাতে আহত ৬

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওয়েস্ট স্ট্রিটে একটি মানসিক হাসপাতালে যুবকের ছুরিকাঘাতে ছয়জন আহত হয়েছেন। এঘটনায় হামলাকারী যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

ঢাকা: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওয়েস্ট স্ট্রিটে একটি মানসিক হাসপাতালে যুবকের ছুরিকাঘাতে ছয়জন আহত হয়েছেন। এঘটনায় হামলাকারী যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আহতদের পিটসবার্গ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ওই যুবক হাসপাতালের অফিস কক্ষে ঢুকে এ হামলা চালায়। সোয়াট পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী যুবককে গুলি করলে সে আহত হয়। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।