ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় গির্জায় বিস্ফোরণ, আহত ৪ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
ইন্দোনেশিয়ায় গির্জায় বিস্ফোরণ, আহত ৪ শিশু

ইন্দোনেশিয়ার ইস্ট কালিমানটান প্রদেশের সামারিন্ডা শহরের একটি গির্জায় বিস্ফোরণের ঘটনায় চার শিশু আহত হয়েছে।

ঢাকা: ইন্দোনেশিয়ার ইস্ট কালিমানটান প্রদেশের সামারিন্ডা শহরের একটি গির্জায় বিস্ফোরণের ঘটনায় চার শিশু আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

স্থানীয় পুলিশের মুখপাত্র ফাজার সেতিয়াওয়ান জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের ওপর থেকে একব্যক্তি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ হামলার লক্ষ্য ও কারণ অনুসন্ধানের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। আহত চার শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা গুরুতর আহত নয় বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।