ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
নিউজিল্যান্ডে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানতে শুরু করেছে জলোচ্ছ্বাস।

ঢাকা: নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানতে শুরু করেছে জলোচ্ছ্বাস।

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটির সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চে ৩ফুট এবং কাইকৌরা উপকূলে ২.৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হেনেছে।

রোববার (১৩ নভেম্বর) দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আগামী কয়েক ঘণ্টা সুনামির ঘটনা অব্যাহত থাকার আশঙ্কার কথা বলেছে সর্তকতা কেন্দ্র।

এর আগে স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাত ১১ টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

ক্রাইস্টচার্চ থেকে ৭৫ মাইল উত্তরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির ভূপৃষ্ট থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

এদিকে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত কমপক্ষে আরো ৬টি আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে ৫ বা তার চেয়েও বেশি মাত্রার ভূমিকম্প ছিল বলে জানা গেছে।

রাজধানী ওয়েলিংটনের কয়েক হাজার বাসিন্দাদের ঘর থেকে বের করে আনা হয়েছে। স্টেট হাইওয়ে ১-এ ফাঁটল দেখা দিয়েছে। এছাড়া জরুরি ১১১ নম্বরগুলো অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিং অব ফায়ারে অবস্থিত নিউজিল্যান্ড। সেপ্টেম্বরে দেশটির নর্থ আইল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। সে সময় বেশ ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরএইচএস/জেডএস

**নিউজিল্যান্ডে সুনামির আঘাত, থাকবে কয়েক ঘণ্টা 
**ভূমিকম্পে নিউজিল্যান্ডে সুনামি সর্তকতা
**নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার ভূমিকম্প

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।