ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের ফোন রিসিভ করতে পারেননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ট্রাম্পের ফোন রিসিভ করতে পারেননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। গত রোববার (১২ নভেম্বর) ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর সোমবার (১৩ নভেম্বর) ৬.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর মাঝে অন্তত ৬শ’ আফটার শক অনুভূত হয়।

ঢাকা: একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। গত রোববার (১২ নভেম্বর) ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর সোমবার (১৩ নভেম্বর) ৬.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

এর মাঝে অন্তত ৬শ’ আফটার শক অনুভূত হয়।

শক্তিশালী ওই ভূমিকম্পের পর সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি-কে ফোন করেছিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভূমিকম্পের পর পরিস্থিতি সামলাতে ব্যস্ত জন কি তা রিসিভ করতে পারেননি। তাতেই কলটি মিসড হয়ে যায়। এমনটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে ক্যান্টারবারিতে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারির কথা বলেছে কর্তৃপক্ষ। ৭.৪ মাত্রার ওই ভূমিকম্পের ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

ভূমিকম্প পরবর্তী অবস্থার বিষয়ে জন কি বলেন, রিং অব ফায়ারে অবস্থিত নিউজিল্যান্ড। প্রতিটি ভূমিকম্পের সঙ্গে আমাদের তৎপরতা বাড়ছে। যা গত ৩৬ ঘণ্টায় আবারো প্রমাণিত হয়েছে।

ভূমিকম্পে রাজধানী ওয়েলিংটনে অন্তত ৬০টি ভবন ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে ১০টি ব্যাপক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।