ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে সেনা চেকপয়েন্টে বিস্ফোরণ, সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
থাইল্যান্ডে সেনা চেকপয়েন্টে বিস্ফোরণ, সদস্য নিহত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক সেনা চেকপয়েন্টের কাছে একটি ডিভাইস বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনা সদস্য।

ঢাকা: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর এক চেকপয়েন্টের কাছে একটি ডিভাইস বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনা সদস্য।

বুধবার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
 
দেশটির বিচ্ছিন্নতাবাদী মুসলিম গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে স্থানীয় পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।