ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ৩৬৫ আইএস জঙ্গি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
তুরস্কে ৩৬৫ আইএস জঙ্গি গ্রেফতার

তুরস্কে গত নভেম্বর মাসে সন্দেহভাজন ৩৬৫ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির সরকার। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

ঢাকা: তুরস্কে গত নভেম্বর মাসে সন্দেহভাজন ৩৬৫ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির সরকার। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালায় এক বিবৃতিতে জানিয়েছে, নভেম্বরে গ্রেফতারকৃত ১৩১ জঙ্গিকে বিচারের মুখোমুখি করতে আঙ্কারা, ইস্তাম্বুলসহ দেশের ১২টি প্রদেশের হাজতে রিমান্ডে নেওয়া হচ্ছে।

গত বছর অক্টোবরে অঙ্কারা রেলস্টেশনে বোমা হামলা ও নভেম্বরে আইএসের হামলায় দেশটিতে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এসব হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃত আইএস জঙ্গিরা জড়িত ছিলো মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।