ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ভারতে আঘাত হানবে আরেকটি ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
আগামী সপ্তাহে ভারতে আঘাত হানবে আরেকটি ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাব না কাটতেই আরেকটি ঝড় হাতছানি দিচ্ছে, যা আগামী সপ্তাহে ভারতের চেন্নাইয়ে আঘাত হানতে পারে। এটি গত দুই বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

ঢাকা: ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাব না কাটতেই আরেকটি ঝড় হাতছানি দিচ্ছে, যা আগামী সপ্তাহে ভারতের চেন্নাইয়ে আঘাত হানতে পারে। এটি গত দুই বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের পর এটি ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়তে পারে। যার প্রভার পড়বে চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত। যদিও এখন এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে, সেসঙ্গে গতিপথও।

ঝড়ের সঙ্গে তীব্র বাতাসে ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রবল বৃষ্টি ঝড়িয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় এলাকা।

আন্দামান সাগর থেকে ঘূর্ণিঝড়টি যখন বঙ্গোপসাগরে প্রবেশ করবে মূলত তখন থেকেই এর শক্তি বাড়তে থাকবে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির কোনো নাম দেননি আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।