ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে খনিতে আটকা পড়া ২১ শ্রমিককে মৃত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
চীনে খনিতে আটকা পড়া ২১ শ্রমিককে মৃত ঘোষণা

চারদিন আগে বিস্ফোরণের ঘটনায় চীনে একটি কয়লা খনিতে আটকে পড়া ২১ শ্রমিককে মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় এখনও এক শ্রমিক খনিতে আটকে আছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ঢাকা: চারদিন আগে বিস্ফোরণের ঘটনায় চীনে একটি কয়লা খনিতে আটকে পড়া ২১ শ্রমিককে মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় এখনও এক শ্রমিক খনিতে আটকে আছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গত মঙ্গলবার (২৯ নভেম্বর) চীনের হেইলংজিং প্রদেশের কুইতাহি শহরের বেসরকারিভাবে পরিচালিত কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটলে ওই শ্রমিকরা আটকা পড়েন।  

ঘটনার পর খনির মালিক ও ম্যানেজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ‍জানায়, উদ্ধারকর্মীরা আটকে পড়া শ্রমিকদের কাছে সঠিক সময়ে পৌঁছাতে না পারায় খনির ভেতরে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, লাইসেন্সবিহীন খনিটিতে দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।