ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জয়ললিতার মৃত্যুতে ৭দিনের শোক, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ৩দিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
জয়ললিতার মৃত্যুতে ৭দিনের শোক, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ৩দিন

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ‘আম্মা’ খ্যাত জনপ্রিয় নেত্রী জয়ললিতা (৬৮) মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

ঢাকা: ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ‘আম্মা’ খ্যাত জনপ্রিয় নেত্রী জয়ললিতা (৬৮) মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

এছাড়া তামিলনাডু রাজ্যের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) রাতে তামিলনাডু সরকার এ ছুটি ঘোষণা করে।

এদিকে পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও জয়ললিতার সম্মানে বুধবার সব সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) স্থানীয় সময় দিনগত রাত ১১টা ৩০ মিনিটের দিকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশ সময় মধ্যরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। গত প্রায় তিনমাস ধরে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়ললিতা।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি (সোমবার) রাত সাড়ে ১১টায় না ফেরার দেশে চলে যান।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।