ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৪৬ আরোহী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের প্লেন নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
৪৬ আরোহী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের প্লেন নিখোঁজ

৪৬ আরোহী নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) একটি প্লেন নিখোঁজ হয়েছে। ইসলামাবাদের পথে চিত্রল থেকে প্লেনটি উড্ডয়ন করে। 

ঢাকা: ৪৬ আরোহী নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) একটি প্লেন নিখোঁজ হয়েছে। ইসলামাবাদের পথে চিত্রল থেকে প্লেনটি উড্ডয়ন করে।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে। ফ্লাইটির ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে অবতরণের নির্ধারিত সময় ছিল ৪টা ৪০ মিনিট।

এদিকে ফ্লাইটটি নিখোঁজের বিষয় নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে প্লেনটি ‘বিধ্বস্ত’ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬/আপডেট: ১৮২৫ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।