ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ডিসেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে ‘ব্রেকিংনিউজ.কম’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, ডিসেম্বর ৯, ২০১৬
ডিসেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে ‘ব্রেকিংনিউজ.কম’

বন্ধ হয়ে যাচ্ছে তাৎক্ষণিক সংবাদ সরবরাহের জনপ্রিয় ওয়েবসাইট ব্রেকিংনিউজ.কম। ব্যবস্থাপনায় ‘স্বনির্ভর’ হতে না পারায় এটিকে বন্ধ করে দিচ্ছে মাতৃপ্রতিষ্ঠান এনবিসি।

ঢাকা: বন্ধ হয়ে যাচ্ছে তাৎক্ষণিক সংবাদ সরবরাহের জনপ্রিয় ওয়েবসাইট ব্রেকিংনিউজ.কম। ব্যবস্থাপনায় ‘স্বনির্ভর’ হতে না পারায় এটিকে বন্ধ করে দিচ্ছে মাতৃপ্রতিষ্ঠান এনবিসি।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রচার করেছে।

২০০৯ সাল থেকে যাত্রা করা ব্রেকিংনিউজ টুইটার, নিজস্ব অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিক সংবাদ-আগ্রহীদের তথ্য দিয়ে আসছে। কেবল হেডলাইনে দ্রুত সংবাদ দেওয়ায় এই ওয়েবসাইট সাংবাদিক, সরকারি কর্মী ও ব্যবসায়ীদের কাছে জনপ্রিয়।

এনবিসি জানায়, জনপ্রিয় হলেও ব্রেকিং নিউজ স্বনির্ভর হতে পারেনি। সে কারণে ২০ কর্মী দিয়ে চলতে থাকা এ ওয়েবসাইটটিকে ডিসেম্বরের শেষেই বন্ধ করে দেওয়া হচ্ছে।  

তবে সিয়াটল, ‍নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লন্ডন ও শিকাগোতে বসে কাজ করতে থাকা ওই ২০ কর্মীকে এনবিসির অন্য কোনো খাতে পদায়ন করা হবে বলেও জানিয়েছে এনবিসি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।