ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে স্টেডিয়ামের পাশে বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ইস্তাম্বুলে স্টেডিয়ামের পাশে বিস্ফোরণে নিহত ১৫

তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি ফুটবল স্টেডিয়ামের পাশে দু' টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬৯ জন।

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি ফুটবল স্টেডিয়ামের পাশে দু' টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ নিহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন অন্তত ৬৯ জন।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিযেছে।

কে বা কারা এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়নন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসম্বর ১১, ২০১৬
টিআই/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।