ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে সেনা গাড়ি বহরে সন্ত্রাসী হামলা, ৩ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
কাশ্মীরে সেনা গাড়ি বহরে সন্ত্রাসী হামলা, ৩ সৈন্য নিহত

ভারত শাসিত কাশ্মীরের পাম্পপোর শহরের কাছে শ্রীনগর-জাম্মু হাইওয়েতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

ঢাকা: ভারত শাসিত কাশ্মীরের পাম্পপোর শহরের কাছে শ্রীনগর-জাম্মু হাইওয়েতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় কেউ আহত আছেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে পালওয়ামা জেলার পাম্পপোর শহরের কাদলাবাল এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জনায়, সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিন সৈন্য নিহত হন। এ হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে এ হামলার উদ্দেশ্য এবং কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। কোনো গোষ্ঠী হামলাটির দায়ও স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।