ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
রাশিয়ায় বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

রাশিয়ায় বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৪০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা: রাশিয়ায় বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৪০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইবেরিয়ার ইরকুস্ক শহরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, মদ পানের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ওই মদ পরীক্ষা করে মিথানলের উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনায় যেখান থেকে ওই মদ কেনা হয়েছিলো পুলিশ সেই দোকানের অনুসন্ধান করছে।

একইসঙ্গে এ ঘটনায় অপরাধ বিষয়ক তদন্তু শুরু করেছে কর্তৃপক্ষ। বিষাক্ত মদপানে রাশিয়ায় প্রায়ই এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটে। তবে ইরকুস্ক শহরের এবারের ঘটনাটি বছরের উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।