ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইলেক্টোরাল ভোট দিয়ে কাঁদলেন ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ইলেক্টোরাল ভোট দিয়ে কাঁদলেন ক্লিনটন হিলারি ও বিল ক্লিনটন

নিউইয়র্কের রাজধানী শহর আলবেনিতে ইলেক্টোরাল কলেজের ভোট দিতে গিযে কাঁদলেন বিল ক্লিনটন। স্ত্রী হিলারি ক্লিনটনের পক্ষে তার ভোট দেওয়ার পর সাংবাদিকদের বললেন, এটি হয়ে থাকবে এক স্মৃতিময় অভিজ্ঞতা।

নিউইয়র্কের রাজধানী শহর আলবেনিতে ইলেক্টোরাল কলেজের ভোট দিতে গিযে কাঁদলেন বিল ক্লিনটন। স্ত্রী হিলারি ক্লিনটনের পক্ষে তার ভোট দেওয়ার পর সাংবাদিকদের বললেন, এটি হয়ে থাকবে এক স্মৃতিময় অভিজ্ঞতা।

এর আগে ভোট দিয়ে কখনোই এতটা গর্বিত বোধ করিনি, কান্নাজড়িত কণ্ঠে বলেন ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট নিউইয়র্কের ইলেক্টোরাল কলেজের একজন সদস্য। সাংবাদিকদের সামনে কঠোর পরিশ্রমী হিলারির জন্য আবারও প্রশংসায় পঞ্চমুখ হলেন।

বললেন, আপনারা জানেন গত দুটি বছর আমি তাকে দেখেছি, বোগাস ই-মেইল ইস্যুর বিরুদ্ধে কেমন লড়াইটা তাকে করে যেতে হয়েছে। পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়েছে। আর ক্যাম্পেইন যুদ্ধটা ছিলো ভীষণ কঠিন।

কিন্তু কিছু কিছু বিষয় এসেছে যা প্রতিহত করা হয়ে যায় অসম্ভব। রাশিয়া আর এফবিআই’র বিষয়গুলো ছিলো সত্যিই কঠিন আঘাত।

আর সেসব সত্ত্বেও হিলারি ক্লিনটন এবারের নির্বাচনে ৩০ লাখ বেশি পপুলার ভোট জিতেছেন। আর সে জন্য বিল ক্লিনটন গর্বিত।

সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির ইলেক্টোরাল কলেজের সদস্যরা তাদের ভোট দিয়েছেন। তাতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছেন।

বাংলাদেশ সময় ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।