ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সান্তা হলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
সান্তা হলেন বিল গেটস ছবি: সংগৃহীত

বড়দিনের আর মাত্র তিন দিন। দিনটি মানেই অনেক অনেক আনন্দ আর উৎসবে সবাই মিলে মেতে ওঠা। এদিনের আরেকটি বড় আকর্ষণ সান্তাক্লজ। পাশ্চাত্য সংস্কৃতির একটি...

ঢাকা: বড়দিনের আর মাত্র তিন দিন। দিনটি মানেই অনেক অনেক আনন্দ আর উৎসবে সবাই মিলে মেতে ওঠা।

এদিনের আরেকটি বড় আকর্ষণ সান্তাক্লজ। পাশ্চাত্য সংস্কৃতির একটি কিংবদন্তি চরিত্র এটি। সান্তার কাজ শিশু-কিশোরদের বাড়ি বাড়ি গিয়ে উপহার দেওয়া। তবে এবার সান্তা হলেন বিশ্বের অন্তত শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস, শিশুদের উপহারের কথা সংবাদমাধ্যমে না এলেও ৩০ বছর বয়সী এক নারীকে তিনি উপহার পাঠিয়েছেন- এমন খবর ছাপা হয়েছে।  

জনপ্রিয় ওয়েব মার্কেটিং সাইট রেডিট ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সান্তাক্লজ সেজেছিলেন বিল গেটস।

উপহার পাঠিয়েছেন রেডিটের বিজয়ী যুক্তরাষ্ট্রের নেবরাস্কার বাসিন্দা এরিক্সের কাছে। যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের গেমস ও সিনেমার ডিভিডি। আরও ছিল সান্তা সাজা বিলের ছবি ও তার শুভেচ্ছা বার্তা।

যাতে লিখা ছিল, রেডিট কমিউনিটির ওপর আস্থা রাখায় এই পুরস্কার পাঠানো হলো। আশা করছি বড় দিনের ছুটি বেশ আনন্দে কাটবে, শুভ কামনা রইলো।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।