ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মসুলে ৩ গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত বেশ কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, ডিসেম্বর ২২, ২০১৬
মসুলে ৩ গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত বেশ কয়েকজন ইরাকে বোমা বিস্ফোরণ (সংগৃহীত ফাইল ফটো)

ইরাকের মসুল শহরে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

ঢাকা: ইরাকের মসুল শহরে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে স্থানীয় কর্ত‍ৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

এটি পরিকল্পিত বোমা হামলা বলে মনে করা হচ্ছে। তবে কারা এই হামলা চালিয়েছে এবং হামলার লক্ষ্য সম্পর্কে কিছ‍ু জানা যায়নি।

বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।