ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে জাতিগত সংঘাতে নিহত ৬, আহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
কঙ্গোতে জাতিগত সংঘাতে নিহত ৬, আহত দেড় শতাধিক

আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘাতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

ঢাকা: আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘাতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সমাজিক কর্মীদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত এক সপ্তাহে পেগমিস ও বানটুস সম্প্রদায়ের সংঘাতে ছয়জনের প্রাণহানি হয়েছে। আর আহত হয়েছেন দেড়শ’র বেশি মানুষ।

দেশটিতে বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্ব নিয়ে সংঘাতে জড়িয়ে প্রায়ই হতাহত ও নিহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।