ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আশ্রয় চাইলেন লিবিয়ার প্লেন অপহরণকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আশ্রয় চাইলেন লিবিয়ার প্লেন অপহরণকারী প্নেন থেকে নামছেন আরোহীরা, ছবি: সংগৃহীত

অবসান হলো প্লেন অপহরণ নাটকের। সব অরোহীকে মুক্তি দিয়ে দুইজন অপহরণকারী আত্মসমর্পণ করে মাল্টায় থাকতে আশ্রয় চেয়েছেন। তবে...

ঢাকা: অবসান হলো প্লেন অপহরণ নাটকের। সব অরোহীকে মুক্তি দিয়ে দুইজন অপহরণকারী আত্মসমর্পণ করে মাল্টায় থাকতে আশ্রয় চেয়েছেন।

তবে তাদের ধরে কারাগারে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে মাল্টার দায়িত্বশীল মন্ত্রী এ তথ্য জানান।

জানা যায়, যাত্রীদের সবাই সুস্থ আছেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে ৮২ জন পুরুষ, ২৮ জন নারী ও একজন শিশু রয়েছেন। জব্দ করা হয়েছে সঙ্গে থাকা হ্যান্ড গ্রেনেডও।

***‘অপহৃত প্লেনের যাত্রীদের বের করে আনা হচ্ছে’
**লিবিয়ার প্লেন অপহরণ, মাল্টায় জরুরি অবতরণ

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।