ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৯১ আরোহী নিয়ে রাশিয়ান সামরিক বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
৯১ আরোহী নিয়ে রাশিয়ান সামরিক বিমান নিখোঁজ রাশিয়ান বিমান নিখোঁজ

৯১ জন আরোহী নিয়ে রাশিয়ান একটি সামরিক বিমান নিখোঁজ রয়েছে। বিমানটি রাশিয়া থেকে সিরিয়ার দিকে যাচ্ছিল।

ঢাকা: ৯১ জন আরোহী নিয়ে রাশিয়ান একটি সামরিক বিমান নিখোঁজ রয়েছে। বিমানটি রাশিয়া থেকে সিরিয়ার দিকে যাচ্ছিল।

দুর্যোগ মন্ত্রণালয়ে বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, সোচি শহরের ব্লাক সি রিসোর্ট থেকে উড়ার পরপরই টিইউ-১৫৪ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সময় রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে আকাশে উড়ার কিছু সময় পর রাশিয়ার জলসীমায় থাকা অবস্থায় বিমানটি নিখোঁজ হয়।  

রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, সোচি বিমানবন্দর থেকে সিরিয়ার লাটাকিয়ায় যাওয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিমানটি রাড়ার থেকে বিচ্ছিন্ন হয়।  

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটিতে ৮৩ যাত্রী এবং ৮ জন ক্রু রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।