ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

 গায়ক জর্জ মাইকেল আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
 গায়ক জর্জ মাইকেল আর নেই গায়ক জর্জ মাইকেল

ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার পাবলিসিস্ট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা: ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

তার পাবলিসিস্ট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে এ খবর প্রকাশ করেছে বিবিসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় মৃত্যুবরণ করেন জর্জ মাইকেল। পুলিশ বলছে, এই মৃত্যুকে ঘিরে তারা সন্দেহজনক কোনো কিছু পায়নি।

সংগীতশিল্পী জর্জ মাইকেল ও অ্যান্ড্রু রিজলি ১৯৮২ সালে ‘হোয়াম'  গড়ে তুলেছিলেন। এরপর ১৯৮৬ সালে হোয়াম ভেঙে গেলে একক ক্যারিয়ার গড়ে তোলেন মাইকেল। তার এ অ্যালবামটি ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে গোটাবিশ্বে।

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
পিসি
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।