ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সিরিয়ায় বিমান হামলায় নিহত ২২ বিমান হামলার শিকার সিরিয়ার নাগরিক (ফাইল ফটো)

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দিইর ইজর প্রদেশে বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ১০ জন।

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দিইর ইজর (দিয়ার আল জর) প্রদেশে বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

কারা ওই বিমান হামলাটি চালিয়েছে এবং লক্ষ্যবস্তু কী ছিলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
টিআই

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।