ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়াশার কারণে প্রথমবার রেড অ্যালার্ট চীনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
কুয়াশার কারণে প্রথমবার রেড অ্যালার্ট চীনে চীনের কুয়াশাচ্ছন্ন একটি ভবন

ঢাকা: প্রথমবারের মতো মাত্রারিক্ত কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে চীন। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশটির সরকার মঙ্গলবার (৩ জানুয়ারি) পূর্ব ও উত্তারাঞ্চলের কয়েকটি অঞ্চলের অ্যালার্ট জারি করে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বুধবার (৪ জানুয়ারি) বেইজিং, তিয়ানজিং, হেবেই অঞ্চলে ঘন কুয়াশার কারণে ৫শ মিটার দূরের জিনিস দেখা যাবে না বলে জানানো হয়েছে। কিন্তু হেনান, শ্যানডং, আনহুই ও জিয়াসু প্রদেশে ৫০ মিটার দূরত্বের জিনিস দেখা কঠিন হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

অপরদিকে বায়ু দূষণের কারণে বাতাসে অতিরিক্ত ধুলা থাকায় ২৪টি প্রদেশেও সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি রয়েছে দেশটিতে। এর সঙ্গে কুয়াশা যুক্ত হয়ে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে চীনের।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।