ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে নাইটক্লাবে হামলাকারীর পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ইস্তাম্বুলে নাইটক্লাবে হামলাকারীর পরিচয় শনাক্ত হামলাকারীর ছবি

ঢাকা: ইস্তাম্বুলে নাইটক্লাবে হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। তবে প্রাথমিক হামলাকারীর নাম পরিচয় কিছুই জানানো হয়নি।

এর আগে নাইটক্লাবে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৮ জনকে আটকের খবর জানায় কর্তৃপক্ষ। সে সময়ও তাদের পরিচয় জানানো হয়নি।

ওই ঘটনার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে হামলাকারীর ফেলে যাওয়া জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এতে ৫০০ তুর্কি লিরা (মুদ্রা) পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মাত্র সাড়ে ৫ মিনিটে ধ্বংসযজ্ঞ চালানোর পর ট্যাক্সিতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই হামলাকারী।

উত্তরাঞ্চলীয় কুরুসমি জেলা হয়ে বসফরাস তীর দিয়ে হামলাকারী পালিয়ে যায় বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের।

এর আগে নাইটক্লাবে প্রাণঘাতী ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়  জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিবৃতিতে আইএসের পক্ষ থেকে বলা হয়, ধর্মভ্রষ্ট খ্রিস্টানরা ওই নাইটক্লাবে বর্ষবরণ উদযাপন করছিলো বিধায় তাদের ওপর এই হামলা চালানো হয়েছে।
 
শনিবার রাতে (১ জানুয়ারির প্রথম প্রহরে) এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী নগরী খ্যাত ইস্তাম্বুলের বেসিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইটক্লাবে ওই সন্ত্রাসী হামলা হয়। এতে শেষ খবর পর্যন্ত  ৩৯ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।