ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বোমা হামলায় আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
তুরস্কে বোমা হামলায় আহত ৩ বোমা হামলা, ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের ইজমির শহরের আদালতের পাশে একটি গাড়ি বোমা হামলায় তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যার পর দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ওই আদালতের গেট দিয়ে বিচারক ও আইনজীবীদের যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই একটি গাড়ি পুড়তে দেখা যায়। পরক্ষণে একটি অ্যাম্বুলেন্স চলার দৃশ্য চোখে পড়ে।

কে বা কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। এ হামলার লক্ষ্যবস্তু কী ছিলো সেটাও স্পষ্ট নয়। তবে হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।