ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে ফের কারাগারে সংঘর্ষে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
ব্রাজিলে ফের কারাগারে সংঘর্ষে নিহত ৩৩ কারাগারে সংঘর্ষের ফাইল ফটো

ঢাকা: ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে আবারও সংঘর্ষে অন্তত ৩৩ বন্দি নিহত হয়েছে। আহত হয়েছে কারারক্ষীসহ আরও কয়েক ডজন বন্দি। শুক্রবার (৬ জানুয়ারি) রোরাইমা রাজ্যের মন্তে ক্রিসতো কারাগারে এ সংঘর্ষ হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্সিয়া ব্রাজিল এ কথা জানিয়েছে। গত অক্টোবরে এই কারাগারেই সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছিল।

সংবাদমাধ্যমে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় ভোরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে এই হতাহত হয়। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

গত ২ জানুয়ারি দেশটির মানাউস শহরের একটি কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘাতে অন্তত ৮০ জনের প্রাণহানি হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাতিন আমেরিকান দেশগুলোর কারাগারে প্রায়ই এ ধরনের সংঘাত বেঁধে যায়। সবচেয়ে বেশি বাঁধে ব্রাজিলেই।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।