ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিচ্ছেন ঘানার প্রেসিডেন্ট নানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
শপথ নিচ্ছেন ঘানার প্রেসিডেন্ট নানা ঘানার নতুন প্রেসিডেন্ট নানা আকুফো অ্যাডডো, ছবি: সংগৃহীত

ঢাকা: ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্ট নানা আকুফো অ্যাডডো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। গত মাসে তিনি নিউ প্যাট্রিউটিক পার্টির নেতৃত্ব দিয়ে ক্ষমতাশীন প্রেসিডেন্ট জন মাহামাকে নির্বাচনে পরাজিত করেন। শনিবার (০৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রায় নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে আফ্রিকার ১১টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ছয় হাজারের বেশি অতিথি অংশ নেবেন।

এ উপলক্ষে আক্রায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান-প্রধান সড়ক যান চলাচল সীমিত করা হয়েছে।

৭২ বছর বয়সী নানা দেশটির মানবাধিকার বিষয়ক আইনজীবী ছিলেন। তিনবারের প্রচেষ্টায় তিনি প্রেসিডেন্ট হওয়া গৌরব অর্জন করেন।

দেশটিতে ফ্রি মাধ্যমিক শিক্ষাগ্রহণ এবং আরও বেশি কল-কারখানা নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ নানা।

রাজধানীর স্বাধীনতা স্কয়ারে শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদায়ী প্রেসিডেন্ট মাহামা, সাবেক নেতা জন রাউলিংস ও জন কাফিউর অংশ নেওয়া কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।