ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার ব্যস্ত মার্কেটে বোমায় ঝরলো ৪৩ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
সিরিয়ার ব্যস্ত মার্কেটে বোমায় ঝরলো ৪৩ প্রাণ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার তুরস্ক সীমান্তে বিদ্রোহী অধ্যুষিত একটি শহরে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু মানুষ 

শনিবার (৭ জানুয়ারি) আলেপ্পোর উত্তরাঞ্চলীয় শহর আজাজের মধ্যাঞ্চলের ওই জনাকীর্ণ মার্কেটে এ বোমা হামলা হয়। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

এসওএইচআর’র প্রধান রামি আবদুররহমান সংবাদমাধ্যমকে জানান, আদালতপাড়ার কাছে বিদ্রোহীদের একটি ক্যাম্প সংলগ্ন মার্কেটটিতে হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ৪৩ জন, যাদের মধ্যে ৬ বিদ্রোহী যোদ্ধাও ছিলেন। বোমার আঘাতে আদালত ভবন, সরকারি কিছু দালান ক্ষতিগ্রস্ত হয়।

কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।