ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাজনীতি ছাড়ছেন নিউ সাউথ ওয়েলস প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
রাজনীতি ছাড়ছেন নিউ সাউথ ওয়েলস প্রধানমন্ত্রী

ঢাকা: রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী মাইক বেয়ার্ড।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি কখনোই চাইনি পেশা হিসেবে রাজনীতিকে বেছে নেবো।

তবে আমি এখন অঙ্গীকারবদ্ধ যে, সাধারণ জীবনে ফিরে যেতে পরবো।

দেশটির অন্যতম জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বের জনপ্রিয়তা বর্তমানে কমে এসেছে বলে পৃথক স্থানীয় নির্বাচনগুলোতে দেখা গেছে।

আগামী সপ্তাহে পার্টির মিটিং থেকে নতুন নেতা নির্বাচন করা হবে। দলের কোষাধ্যক্ষ গ্লাডিস বেরেজিকলিয়ান হতে পারেন পরবর্তী উত্তরাধিকারী।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।