ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শিরশ্ছেদ ও গুলি করে ১২ জনকে হত্যা করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
শিরশ্ছেদ ও গুলি করে ১২ জনকে হত্যা করলো আইএস শিরশ্ছেদ ও গুলি করে ১২ জনকে হত্যা (ফাইল ফটো)

ঢাকা: সিরিয়ার পালমায়রা শহরে শিরশ্ছেদ ও গুলি করে আটজনকে হত্যা করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

সংস্থাটি জানায়, নিহত ১২ জনের মধ্যে চারজনকে শিরশ্ছেদ ও আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতের মধ্যে চারজন শিক্ষক ও সরকারি কর্মচারী, চারজন সরকারি সৈন্য এবং চারজন সরকার বিদ্রোহী গোষ্ঠীর সদস্য রয়েছেন।

নিহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাচীন শহর পালমায়রার কাছে রোমান থিয়েটারের পাশে হত্যা করা হয়। যেখানে গত বছর ২৫ সরকারি সৈন্যকে হত্যা করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।