ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে চলছে ট্রাম্প-পেন্সের শপথানুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ক্যাপিটল হিলে চলছে ট্রাম্প-পেন্সের শপথানুষ্ঠান ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্স

ঢাকা: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে চলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের তারকাখচিত বর্ণাঢ্য শপথানুষ্ঠান। এতে উপস্থিত রয়েছেন নয়া ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট পত্নীও।

শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার পর ক্যাপিটল হিলে এ শপথানুষ্ঠান শুরু হয়। শপথ মঞ্চস্থলে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পৌঁছান সাড়ে ১১টার কিছু আগে।

 

নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ পড়াবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর ভাইস প্রেসিডেন্টকে শপথ পড়াবেন আরেক বিচারপতি।

এর আগে সকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এবং ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী প্রার্থনার জন্য চার্চে যান। চার্চের আনুষ্ঠানিকতা শেষে তারা প্রাতঃরাশ সারতে যান হোয়াইট হাউসে।

সেখানে তাদের সাদরে গ্রহণ করেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী।

ক্যাপিটল হিলে ট্রাম্প-পেন্সের শপথানুষ্ঠানে অতিথিদের একাংশ।  ছবি: সংগৃহীত৯টা ৪০ মিনিটে হোয়াইট হাউসে ঢুকে প্রায় একঘণ্টারও বেশি সময় কাটানোর পর ১০টা ৫০ মিনিটে বেরিয়ে আসেন ট্রাম্প-পেন্সরা। রওয়ানা হন ক্যাপিটল হিলের উদ্দেশে। সঙ্গে সঙ্গে আসেন ওবামা-বাইডেনরাও।

নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটল হিলে উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, তার স্ত্রী লরা বুশ, বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটনসহ অতিথিরা। ‍পুরো ক্যাপিটল হিল রিপাবলিকান নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

এই শপথ অনুষ্ঠানের পরপরই কুচকাওয়াজের মধ্য দিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ট্রাম্প। রাজত্ব করবেন আগামী ৪ বছর।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এইচএ/

আরও পড়ুন
** ওয়াশিংটনে ট্রাম্পবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
** ক্যাপিটল হিলে ওবামা-ট্রাম্প-বাইডেন-পেন্সরা
** তারকাদের পদচারণায় উৎসবমুখর ক্যাপিটল হিল
** ক্যাপিটল হিলে যাচ্ছেন ট্রাম্প-পেন্স, যাচ্ছেন ওবামা-বাইডেনও
** ওবামা-মিশেলের সঙ্গে প্রাতঃরাশে হোয়াইট হাউসে ট্রাম্প-মেলানিয়া​
** শেষবারের মতো ওভাল অফিস ছাড়লেন ওবামা
** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প
** শপথ দিনে ট্রাম্পের সারাদিন
** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প
**  ট্রাম্পের শপথানুষ্ঠানের টুকিটাকি
** বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা
**নো ওবামা, নো ক্রাই
**‘আমি কথা দিচ্ছি তোমাদের, পরিবর্তন আসছে’
**ট্রাম্পের শপথের ডামাডোলে লম্বা বর্জনের মিছিলও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।