ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ছবিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ছবিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠান ছবিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠান- ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে বাইবেলে হাত রেখে শপথ নেন তিনি। ছবিতে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠান।


বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প- ছবি: সংগৃহীত
বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান।
বিদায়ী ও বর্তমান প্রেসিডেন্ট- ছবি: সংগৃহীত
শপথ অনুষ্ঠানে একসঙ্গে বিদায়ী ও বর্তমান প্রেসিডেন্ট।
জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ছবি: সংগৃহীত
ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প- ছবি: সংগৃহীত
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। (ছবি ৪)

শপথ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও স্ত্রী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন- ছবি: সংগৃহীত
শপথ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও স্ত্রী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরা- ছবি: সংগৃহীত
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরা।
শপথ অনুষ্ঠানে বিক্ষোভ করছে জনতা- ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করছে জনতা।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা- ছবি: সংগৃহীত- ছবি: সংগৃহীত
ক্যাপিটল হিল ছেড়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিয়োগপত্রে স্বাক্ষরের মাধ্যমে কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প- ছবি: সংগৃহীত
শপথ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের ক্যাবিনেটে (মন্ত্রিপরিষদ) যারা থাকছেন তাদের মননোয়নে নিয়োগপত্রে স্বাক্ষরের মাধ্যমে কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প।
আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ গ্রহণের পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়- ছবি: সংগৃহীত
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ গ্রহণের পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৯০ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।