ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার শতাধিক সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার শতাধিক সদস্য নিহত

ঢাকা: সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার অন্তত ১০০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন।

স্থানীয় সময় শুক্রবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, জঙ্গি প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে চালানো এই হামলায় শতাধিক সদস্য নিহত হয়েছেন। যার মধ্যে কয়েকজন নেতাও রয়েছেন।

বোমারু বিমান বি-৫২ ছাড়াও আরেকটি বিমানের সমন্বয়ে এই হামলা চালানো হয়, ফেলা হয় ১৪টি বোমা।

এর আগের দিন লিবিয়ার উপকূলীয় শহর সির্ত থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ক্যাম্পে মার্কিন বিমান হামলায় শতাধিক আইএস সদস্য নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।