ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
হন্ডুরাসে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৬ দুর্ঘটনা পরবর্তী নিরাপত্তা পরিস্থিতির প্রতীকী ছবি

সেন্ট্রাল আমেরিকার দেশ হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার বাইরে হাইওয়েতে একটি কার্গো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ১৬ জন, আহত হয়েছেন আরও প্রায় ৩৫ জন।

স্থানীয় সময় রোববার (৫ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

আহতদের উদ্ধার করে তেগুসিগালপার ইউনিভার্সিটি টিচিং হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

ফল বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে চালানো হচ্ছিলো বলে জানান দেশটির জাতীয় পরিবহন সংস্থার পরিচালক লিওনেল সুয়াচিডা।

নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।