ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ছুরিকাঘাত ও গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
চীনে ছুরিকাঘাত ও গুলিতে নিহত ৮ চীনের মানচিত্র

চীনের জিনজিয়াং প্রদেশে ছুরিকাঘাত ও গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ এ খবর জানায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার জিনজিয়াং প্রদেশের পিশান কাউন্টি এলাকায় তিনজন ছুরিধারী হামলা চালালে পাঁচজন নিহত হন। পরে হামলাকারীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলিতে ওই তিন ছুরিধারী নিহত হন।

তিন ছুরিধারীর হামলার লক্ষ্য ও কারণ সম্পর্কে প্রাথমিকাবে জানা যায়নি। তবে এ ধরনের হামলার জন্য সরকার প্রায়ই স্থানীয় মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে প্রদেশটিত অস্থিতিশীল পরিস্থিতি দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।