ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ৪৫ মানচিত্র

ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দেশটির নিরাপত্তার বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণ‍াঞ্চলের শিয়াতে আল-বায়া জেলার একটি গাড়ির বাজারকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়েছে।

কে বা কারা এ হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।