ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার মধ্যে উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
৪৮ ঘণ্টার মধ্যে উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ ছবি: রাষ্ট্রদূত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কর্মস্থল ছাড়ার নির্দেশ দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎ ভাই কিম জং-নামকে হত্যার ঘটনার জেরে মালয়েশিয়ায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত কাং চোলকে বহিষ্কার করা হলো।

সেদেশের গোয়েন্দাদের তথ্য বলছে, পিয়ংইয়ং সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তারই সূত্র মিলিয়ে রাষ্ট্রদূত বহিষ্কারের মতো ঘটনা।

এরমধ্য দিয়ে নাম হত্যায় পিয়ংইয়ং ও কুয়ালালামপুরের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব আরও বাড়বে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

কিম জং-নাম (৪৫) গত ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুয়ালালামপুরের বিমানবন্দরে চীনের ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় মারা যান। মূলত মুখমণ্ডলে বিষ স্প্রেতে হত্যা করা হয়। তার মৃত্যুতে বেশ কয়েকজন সন্দেহভাজন আটক আছেন, চলছে জিজ্ঞাসাবাদ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।