ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
 দামেস্কে আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত ৪৪ হামলায় বিধ্বস্তের চিত্র (ফাইল ফটো)

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

শনিবার (১১ মার্চ) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্কের বাব আল-সাগির এলাকায় সড়কের পাশ থেকে একব্যক্তি আত্মঘাতী জোড়া বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলে নিহত ও হতাহতের ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে হামলার পরপরই ঘটনাস্থালে আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুর করে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।