ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে নৌকায় হামলায় নিহত ৪২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
ইয়েমেনে নৌকায় হামলায় নিহত ৪২ ইয়েমেনে নৌকায় বিমান হামলায় নিহত ৪২

ইয়েমেনের হুদাইদাহ উপকূলে সোমালি শরণার্থীবোঝাই একটি নৌকায় বিমান হামলায় ৪২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

উপকূলের কর্মকর্তারা জানান, ইয়েমেন থেকে শরণার্থীবোঝাই করে একটি নৌকা সুদানে দিকে যাচ্ছিলো।

এসময় নৌকাটি হুদাইদাহ উপকূলের কাছে এলে একটি অ্যাপাচি বিমান তাদের ওপর হামলা চালায়। এতে ৪২ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।