ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে মেট্রো স্টেশনে বন্দুকধারীর হামলা, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ফ্রান্সে মেট্রো স্টেশনে বন্দুকধারীর হামলা, আহত ৩ ফ্রান্সে মেট্রো স্টেশনে বন্দুকধারীর গুলি

ফ্রান্সের উত্তরে একটি মেট্রো স্টেশনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে প্রাথমিক ৩ জন আহতের খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম জানায়, কেন্দ্রীয় লিলি শহরের পোর্ট দ্য’ আরাস মেট্রো স্টেশনে এক বন্দুকধারী হামলা চালায়। এতে ১৪ বছর বয়সী এক কিশোরসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।

তার পায়ে গুলি লেগেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা ৫টি গুলির আওয়াজ শোনার কথা জানিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে পুরো এলাকা ঘিরে রেখেছে। কোনো কোনো সংবাদমাধ্যম হামলাকারীর পালিয়ে যাওয়ার খবর জানিয়েছে।

প্রাথমিক হামলার কারণ জানা যায়নি।  

গত বছর সন্ত্রাসী হামলার শিকার ফ্রান্সে এখনও ‘সর্বোচ্চ সর্তকর্তা’ বলবৎ রয়েছে। আর লন্ডনের প্রাণকেন্দ্রে সন্ত্রাসী হামলার দু’দিনের মধ্যে ফ্রান্সে আবারও হামলার ঘটনা ঘটলো।

বাংলাদেশ সম: ০৪৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭/আপডেট: ০৪৪৭ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।