ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে চাকরি পাচ্ছেন ট্রাম্পকন্যা ইভানকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
হোয়াইট হাউসে চাকরি পাচ্ছেন ট্রাম্পকন্যা ইভানকা ইভানকা ও ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে চাকরি পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। খুব শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবে সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।

স্থানীয় সময় (২৯ মার্চ) হোয়াইট হাউস সূত্রে এ খবর জানা যায়।

ইভানকা ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমি শুনেছি সব নিয়ম-নীতি মেনেই আমার যোগ্যতা অনুযায়ী প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হচ্ছে।

আমি হোয়াইট হাউসের কর্মী হিসেবে কাজটি করবো, তবে পারিশ্রমিক নেবো না।

হোয়াইট হাউসের পরামর্শে তিনি এ অভূতপূর্ব দায়িত্ব বিশ্বাসের সঙ্গে করার প্রত্যয়ও ব্যক্ত করেন ইভানকা।

কিছুদিন আগে ইভানকার স্বামী জেয়ার্ড কুশনা ট্রাম্পের শীর্ষ সহযোগী হিসেবে অবৈতনিকভাবে কাজ শুরু করছেন। এবার দাফতরিকভাবে স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় প্রেসিডেন্ট বাবার কাজে সহযোগিতা আরও বাড়বে বৈকি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ