ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিধসে কলম্বিয়ায় বাড়ছে প্রাণহানি, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ভূমিধসে কলম্বিয়ায় বাড়ছে প্রাণহানি, নিখোঁজ শতাধিক ভূমিধসে কাদায় সব মিলিয়ে গেছে, চলছে উদ্ধার অভিযান

ভয়াবহ ভূমিধসের ঘটনায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রাণহানির সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। শেষ খবর পর্যন্ত প্রাকৃতিক এ দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ জনে। এ ঘটনায় এখনও নিখোঁজ শতাধিক।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৬২টি শিশু। এছাড়া আহত হয়েছেন চার শতাধিক, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে প্রায় দু’শ’ জনের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ।  

ভূমিধসের ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নিয়ে ভেসে গেছেন দিসিদ্রিও ওসপিনা (২৪) নামে এক পুলিশ কর্মকর্তা। পরে ২০ কিলোমিটার দূরে আরো ২০ মরদেহের সঙ্গে তার মরদেহ খুঁজে পায় পুলিশ।

দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস আক্রান্ত এলাকা পরিদর্শন শেষে জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, দুর্যোগকালীন জাতীয় জরুরি অবস্থায় সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানে সেনা সদস্য, পুলিশ কর্মকর্তাসহ সহস্রাধিক সদস্য রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাদাপানি ভাসিয়ে নিয়ে যায় দেশটির পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর। ভূমিধসে পুরো প্রদেশ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরো বৃষ্টিপাত হলে ওই প্রদেশে ফের ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ