ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্টকহোমে ডিপার্টমেন্টাল স্টোরে লরি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
স্টকহোমে ডিপার্টমেন্টাল স্টোরে লরি, নিহত ৩ স্টকহোমে ডিপার্টমেন্টাল স্টোরে চলন্ত লরির আঘাত; ছবি- সংগৃহীত

ঢাকা: সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলন্ত লরি ঢুকে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় সেখানে গুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

স্টকহোমের অন্যতম প্রধান বাণিজ্যিক সড়ক কুইন স্ট্রিটে শুক্রবার (এপ্রিল ৭) স্থানীয় সময় দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি চলন্ত লরিকে ডিপার্টমেন্টাল স্টোরটি ভেঙে ঢুকে পড়তে দেখেন।

এ সময় মানুষ ছিটকে পড়েন। এটা সন্ত্রাসী হামলা কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ