ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্টকহোমে ‘হামলায়’ নিহত বেড়ে ৪, সন্দেহভাজন আটক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
স্টকহোমে ‘হামলায়’ নিহত বেড়ে ৪, সন্দেহভাজন আটক  স্টকহোমে হামলা

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলন্ত লরি ঢুকিয়ে ‘হামলার’ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্টকহোমের অন্যতম প্রধান বাণিজ্যিক সড়ক কুইন স্ট্রিটে শুক্রবার (০৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর হামলাকারী দ্রুত ওই স্থান ত্যাগ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার সময় সেখানে গুলির শব্দ শোনা যাওয়ার কথা বলেছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে ঘটনাটি ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফান লোভেন।  

হামলার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

প্রাথমিক প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি চলন্ত লরিকে ডিপার্টমেন্টাল স্টোরটি ভেঙে ঢুকে পড়তে দেখেন। এ সময় মানুষ ছিটকে পড়েন। এটা সন্ত্রাসী হামলা কি-না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ